নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।

নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।

বলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়, তখনই একটি সমমানের এবং বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে। এই বিষয়টিকে সাধারণত এভাবে বলা হয় -


প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত।

আরো পড়ুনঃ

👉  শিক্ষাক্রম কি? শিক্ষাক্রম কাকে বলে?

👉  অপারেটিং সিস্টেম কি?

👉  পাঠ্যক্রম কাকে বলে?

👉  শক্তির নিত্যতার সূত্র কী?

👉  গ্যাসে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ।

👉  সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url