শক্তির নিত্যতার সূত্র কী?

শক্তির নিত্যতার সূত্র (Principle of conservation of Energy)

"শক্তি অবিনশ্বর। এর ধ্বংস বা সৃষ্টি নেই। শক্তি কেবলমাত্র এক রূপ হতে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।"

শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক।

যেমন- নদীতে আড়াআড়িভাবে উচু বাঁধ দিলে, পানির উপরে উঠে যায়, ফলে উচুতে উঠার ফলে এতে স্থিতি শক্তি সঞ্চিত হয়। পানি যখন উচু হতে উপচিয়ে পড়ে তখন এ স্থিতি শক্তি গতি শক্তিতে পরিবর্তিত হয়। এ শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়।

এভাবে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হয়। বৈদ্যুতিক পাখা ঘোরার সময় বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হয়।

বাষ্পীয় ইঞ্জিনে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সে তাপ দিয়ে পানিকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয়। এক্ষেত্রে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হয়।

সুতরাং উল্লিখিত ঘটনা হতে দেখা যায় যে, শক্তি কেবলমাত্র এক রূপ হতে অপর রূপে পরিবর্তিত হয়। এর ধ্বংস বা সৃষ্টি নেই।

আরো পড়ুনঃ 

👉  পারদ থার্মোমিটার কাকে বলে?

👉  পাইরোমিটার কাকে বলে?

👉  মৌলিক ব্যবধান কাকে বলে?

👉  তাপীয় সাম্যাবস্থা কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url