জীববিজ্ঞান : গ্যাসীয় বিনিময়

জীববিজ্ঞান 
অধ্যায় - ৭ : গ্যাসীয় বিনিময়


7.1  উদ্ভিদে গ্যাসীয় বিনিময়

7.2  মানব শ্বসনতন্ত্র

7.3  শ্বাসনালি - সংক্রান্ত রোগ


প্রশ্ন ব্যাংক


উদ্ভিদে গ্যাস বিনিময়
  • উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়ার নাম লিখ।
  • উদ্ভিদের শ্বাস নেওয়ার মতো কোনো বিশেষ অঙ্গ নেই তবে গ্যাসের বিনিময় ঘটে বুঝিয়ে লিখ।
  • রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমানো ঠিক নয় কেন? বুঝিয়ে লিখ।

মানব শ্বসনতন্ত্র
  • অক্সিজেন জীবন ধারণের জন্য অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।
  • শ্বসন কাকে বলে?
  • শ্বসন প্রক্রিয়াটি বুঝিয়ে লিখ।
  • কতক্ষণ সময় দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য?
  • শ্বসনতন্ত্র কি?
  • শ্বসনতন্ত্রগুলোর নাম লিখ।
  • হঠাৎ ঠাণ্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে কোনো প্রকার ক্ষতি করতে পারে না কেন? ব্যাখ্যা কর।
  • শ্বসনে নাসারন্ধ্র ও নাসাপথের ভূমিকা আলোচনা কর।
  • ব্রংকিওল কি?
  • শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি?
  • অ্যালভিওলাস কি?
  • প্লুরা কি?
  • একটি ফুসফুসের চিত্র অঙ্কন করে চিহ্নিত কর।
  • শ্বাসক্রিয়া চলাকালে ফুসফুসের সাথে বক্ষগাত্রের ঘর্ষণ হয় না কেন? বুঝিয়ে লিখ।
  • শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুসের বিবরণ দাও।
  • মধ্যচ্ছদা কি?
  • মানবদেহের শ্বাসক্রিয়া বর্ণনা কর।
  • মানবদেহে বহিঃশ্বসন প্রক্রিয়া বর্ণনা কর।
  • গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝ?
  • গ্যাসীয় বিনিময়কে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং কি কি?
  • মানবদেহে গ্যাসীয় বিনিময় প্রক্রিয়া বর্ণনা কর।

শ্বাসনালি সংক্রান্ত রোগ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url