জীববিজ্ঞান : জীবে পরিবহন

জীববিজ্ঞান 
অধ্যায় - ৬ : জীবে পরিবহন


6.1  উদ্ভিদ ও পানির সম্পর্ক

6.2  পানি ও খনিজ লবণ শোষণ

6.3  মানবদেহে রক্ত সংবহন

6.4  হৃৎপিণ্ডের গঠন ও কাজ

6.5  রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ ও প্রতিকার


প্রশ্ন ব্যাংক


উদ্ভিদ ও পানির সম্পর্ক
  • পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন?
  • উদ্ভিদদেহে পানির প্রয়োজনীয় দিকগুলো উল্লেখ কর।
  • কয়টি প্রক্রিয়ার সমন্বয়ে উদ্ভিদ শোষণ কাজ সম্পাদন করে ও কি কি?
  • ইমবাইবিশন বলতে কি বুঝ?
  • ব্যাপন বলতে কি বুঝ?
  • ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে?
  • অভিস্রবণ বলতে কি বুঝ?
  • অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে?

পানি ও খনিজ লবণ শোষণ
  • উদ্ভিদ কর্তৃক মাটি থেকে পানি শোষণ প্রক্রিয়াটি বর্ণনা কর।
  • শোষণ প্রধানত কয়টি উপায়ে হয় ও কি কি?
  • নিষ্ক্রিয় শোষণ কি?
  • সক্রিয় শোষণ কি?

উদ্ভিদে পরিবহন
  • উদ্ভিদের পরিবহন বলতে কি বুঝ?
  • উদ্ভিদের পরিবহন উদ্ভিদ জীবনে একটি গুুরুত্বপূর্ণ কার্যক্রম - ব্যাখ্যা কর।
  • কোষরস কি?
  • উদ্ভিদে রস উত্তোলন প্রক্রিয়াটি বর্ণনা কর।
  • সালোকসংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন - ব্যাখ্যা কর।
  • ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহন প্রক্রিয়াটি বর্ণনা কর।

প্রস্বেদন
  • প্রস্বেদন বা বাষ্পমোচন কি?
  • প্রস্বেদন কত প্রকার ও কি কি?
  • পত্ররন্ধীয় প্রস্বেদন বলতে কি বুঝায়?
  • কিউটিকুলার প্রস্বেদন বলতে কি বুঝায়?
  • লেন্টিকুলার প্রস্বেদন বলতে কি বুঝায়?
  • উদ্ভিদের প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকসমূহের বিবরণ দাও।
  • প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল - ব্যাখ্যা কর।
  • কোন্ বিজ্ঞানী প্রস্বেদনকে 'প্রয়োজনীয় ক্ষতি' নামে অভিহিত করেন?

মানবদেহে সংবহন
  • রক্ত সহবহনতন্ত্র কাকে বলে?
  • বদ্ধ সংবহনতন্ত্র বলতে কি বুঝ?
  • বদ্ধ সংবহনতন্ত্রের সুবিধাসমূহ লিখ।
  • পরিবহন তন্ত্রকে কয়টি অংশে ভাগ করা যায় ও  কি কি?

রক্ত
  • রক্ত কি?
  • রক্তরস কি?
  • রক্তরসের উপাদানগুলোর নাম লিখ।
  • রক্তকণিকা কত প্রকার ও কি কি?
  • চিত্রসহ লোহিত রক্তকণিকার বিবরণ দাও।
  • হিমোগ্লোবিন কি?
  • চিত্রসহ শ্বেত রক্তকণিকার বিবরণ দাও।
  • চিত্রসহ অণুচক্রিকার বিবরণ দাও।
  • লোহিত ও শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য লিখ।
  • রক্তের কাজ বর্ণনা কর।

ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ
  • এন্টিজেন কি?
  • এন্টিবডি কি?
  • ব্লাড গ্রুপ বলতে কি বুঝায়?
  • মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন কে?
  • বিভিন্ন প্রকার ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য লিখ।
  • মানুষের রক্তের গ্রুপ অনুযায়ী দাতা ও গ্রহীতার তালিকা তৈরি কর।
  • সর্বজনীন রক্তদাতা গ্রুপ বলতে কি বুঝ?
  • সর্বজনীন রক্তগ্রহীতা গ্রুপ বলতে কি বুঝ?
  • রক্ত সংযোজন বলতে কি বোঝায়?
  • রক্তদানের নিয়মাবলি এবং এর সামাজিক দায়বদ্ধতা বর্ণনা কর।

হৃদপিণ্ডের গঠন ও কাজ
  • হৃদপিণ্ড কি?
  • হৃদপিণ্ড কোন্ পর্দা দ্বারা আবৃত থাকে?
  • হৃদপিণ্ডের প্রাচীরে কয়টি স্তর থাকে ও কি কি?
  • হৃদপিণ্ডের গঠন বর্ণনা কর।

হৃদপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি
  • হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা কর।
  • সিস্টোল কি?
  • ডায়াস্টোল কি?
  • হৃদপিণ্ডের কাজ লিখ।
  • রক্তনালি বা রক্তবাহিকা কি?
  • গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তনালি কত ধরনের ও কি কি?
  • ধমনী কি?
  • ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট ও কি কি?
  • বিভিন্ন প্রকার রক্তনালীর বিবরণ দাও।
  • নাড়িস্পন্দন কি?
  • ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লিখ।

রক্তচাপ
  • রক্তচাপ কি?
  • সিস্টোলিক চাপ কি?
  • ডায়াস্টোলিক চাপ কি?
  • রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি?
  • মানুষের আদর্শ রক্তচাপের মান কত?
  • রক্তচাপ ১২০/৮০ বলতে কি বুঝ?

উচ্চ রক্তচাপ
  • উচ্চ রক্তচাপ কি?
  • উচ্চ রক্তচাপের কারণগুলো লিখ।
  • উচ্চ রক্তচাপের লক্ষণগুলো লিখ।
  • উচ্চ রক্তচাপের প্রতিকার লিখ।

কোলেস্টেরল
  • কোলেস্টেরোল কি?
  • রক্তে কত প্রকার লিপোপ্রোটিন দেখা যায় ও কি কি?
  • রক্তে কোলেস্টেরোলের আদর্শ মানগুলো লিখ।
  • অধিক মাত্রার কোলেস্টেরোল থাকে এমন কয়েকটি খাদ্যের নাম লিখ।
  • রক্তে উচ্চ কোলেস্টেরোলের কারণে কি সমস্যা হতে পারে?
  • কোলেস্টেরোলের উপকারিতা লিখ।
  • কোলেস্টেরোলের অপকারিতা লিখ।
  • লিউকোমিয়া কি?
  • লিউকোমিয়া রোগের লক্ষণগুলো লিখ।

রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ ও প্রতিকার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url