হাঁস-মুরগির রোগ সম্পর্কে আলোচনা

হাঁস-মুরগির নানাবিধ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। প্রতিবছর নানা রোগে অনেক হাঁস-মুরগি মারা যায়। এজন্য মাংস ও ডিমের উৎপাদন কমে যায় এবং কৃষকের অনেক ক্ষতি হয়। হাঁস-মুরগির রোগব্যাধিগুলোকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা:

১) ছত্রাকজনিত রোগ : রক্ত আমাশয়, কৃমি ইত্যাদি।
২) ভাইরাসজনিত রোগ : রাণীক্ষেত, বসন্ত, গামবোরো ইত্যাদি।
৩) অপুষ্টিজনিত রোগ : ভিটামিন ও খনিজ পদার্থের অভাব।
৪) ব্যাকটেরিয়াজনিত রোগ : কলেরা, টাইফয়েড ইত্যাদি।
৫) পরজীবীঘটিত রোগ : রক্ত আমাশয়, কৃমি ইত্যাদি।

error: Content is protected !!