সৌরজগৎ ও ভূমণ্ডল জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. সৌরজগৎ কাকে বলে?
উত্তর : নক্ষত্র সূর্য এবং এর আওতায় থাকা গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা ইত্যাদি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ।
২. অনুসূর কী?
উত্তর : জানুয়ারির ১ থেকে ৩ তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে। একে পৃথিবীর অনুসূর বলে।
৩. সৌরজগতের প্রাণকেন্দ্র কী?
উত্তর : সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য।
৪. ‘সৌর কলঙ্ক’ কী?
উত্তর : সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক (Sun Spot) বলে।
৫. গ্রহ কাকে বলে?
উত্তর : মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে। এদেরকে গ্রহ বলে।
৬. গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহের সংঘবদ্ধ রূপই হলো গ্রহাণুপুঞ্জ।
৭. সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
উত্তর : সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি।
৮. মূল মধ্যরেখা কাকে বলে?
উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে কাল্পনিক মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে।
৯. অক্ষাংশ কী?
উত্তর : নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের অক্ষাংশ বলা হয়।
১০. সর্বোচ্চ দ্রাঘিমা কত?
উত্তর : সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০°।
১২. আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে।
সৌরজগৎ ও ভূমণ্ডল অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী – ব্যাখ্যা কর।
২. আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয় ব্যাখ্যা করো।
৩. মঙ্গল গ্রহের রং লাল কেন?
৪. কেন্দ্রমণ্ডল কী? ব্যাখ্যা করো।
৫. শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন?
৬. প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন?
৭. প্রতিপাদ স্থান বলতে কী বোঝ?
৮. আন্তর্জাতিক তারিখ রেখা কীভাবে সময়ের অসুবিধা দূর করে? ব্যাখ্যা কর।
৯. জোয়ার-ভাটা কেন হয়?