- সুভা গল্পের প্রশ্ন উত্তর
- সুভা কলকাতায় যেতে চায় না কেন?
- সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন?
চিরচেনা প্রকৃতি ছেড়ে কলকাতায় চলে যাওয়ার বেদনা প্রকৃতির সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল।
সুভা বাকপ্রতিবন্ধী। সুভার অনুভূতি প্রকৃতভাবে অনুধাবন করতে পারে শুধু প্রকৃতি। এই জন্য এই প্রকৃতি সুভার মা, আপনজন। সুভার অমতে তার বাবা-মা কলকাতায় বিবাহ ঠিক করে। ফলে সুভাকে এই মাতৃরূপ প্রকৃতি ছেড়ে শহরে চলে যেতে হবে। এই কথা ভাবতে সুভার হৃদয় অশ্রুবাষ্পে ভরে ওঠে।
তাই মনের বেদনা মাতৃস্বরূপ প্রকৃতিকে জানানোর জন্য সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ে।