- ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দিয়েছেন কেন? বুঝিয়ে লেখো।
- মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?
সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না কেন?
সাহিত্যচর্চার মাধ্যমে প্রত্যক্ষভাবে অর্থপ্রাপ্তি ঘটে না বলে এটি আমাদের উদরপূর্তির কাজে লাগে না।
‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে, আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার বিকল্প নেই। আমাদের মনকে সরল, সরাগ ও সমৃদ্ধ করতে সাহিত্য ভূমিকা রাখে। প্রকৃত অর্থে সাহিত্যের মাধ্যমে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটলেও এটি সরাসরি ধনসম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখে না। আর আমাদের উদরপূর্তিতে প্রয়োজন ধনসম্পদ। তাই সাহিত্য সাক্ষাৎভাবে আমাদের উদরপূর্তির কাজে লাগে না।