রাণীক্ষেত রোগ : রাণীক্ষেত রোগটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ সর্ব প্রথমে ভারতের রাণীক্ষেত নামক স্থানে দেখা দেয় বলে এ রোগের নাম রাখা হয় রাণীক্ষেত। রাণীক্ষেত রোগ দ্রুত বিস্তার লাভ করে। শীত ও বসন্তকালে এ রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে থাকে।
রোগের লক্ষণ
- এ রোগের জীবাণু দেহে প্রবেশের এক সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ পরিলক্ষিত হয়।
- খাওয়া বন্ধ করে দেয়।
- ডিম পাড়া মুরগি ডিম দেয়া বন্ধ করে দেয়।
- আক্রান্ত মুরগি দল ছেড়ে ঘরের এক কোণে নির্জীব হয়ে বসে থাকে।
- আক্রান্ত মুরগি সাদা চুনের মতো পাতলা মলত্যাগ করে।
- মাথা নিচু ও চোখ বন্ধ করে ঝিমাতে থাকে।
- আক্রান্ত মুরগির মুখ দিয়ে লালা ঝরে।