মুরগির কৃমি রোগের লক্ষণ : বিভিন্ন ধরনের কৃমি দেখা দিতে পারে। যেমন: গোলকৃমি, ফিতাকৃমি, সুতাকৃমি প্রভৃতি। নিচে কৃমি রোগের লক্ষণ উল্লেখ করা হলো:
১. মুরগির মাথার ঝুঁটি রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে যায়।
২. রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়।
৩. পালকগুলো উসকোখুশকো হয়ে যায়।
৪. খাওয়া কমে যায়।
৫. ডিম পাড়া বন্ধ হয়ে যায় দেহের ওজন কমে যায়।
৬. কখনো কখনো পায়খানার সাথে কৃমি বের হয়ে আসতে দেখা যায়।
৭. অন্ননালীর ছিদ্র বন্ধ হয়ে হাঁস-মুরগি মারা যায়।
মুরগির কৃমি রোগের প্রতিকার : সাধারণত খাদ্য, পানি এবং স্যাঁতস্যাঁতে ও অপরিচ্ছন্ন মেঝে থেকে কৃমি হাঁস-মুরগির শরীরে প্রবেশ করে থাকে। অন্ততপক্ষে প্রতি ২ মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো এবং ঘর দোর শুকনা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এ রোগের হাত থেকে হাঁস-মুরগিকে রক্ষা করার উপায়।