মংডুর পথে গল্পের প্রশ্ন উত্তর

মংডুর পথে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কী?
উত্তর :
আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম ম্রাউক-উ।

প্রশ্ন-২: আরাকান রাজ্যের দুজন সাহিত্য চর্চাকারের নাম লেখো।
উত্তর :
আরাকান রাজ্যের দুজন সাহিত্য চর্চাকারের নাম হলো- দৌলত কাজী ও আলাওল।

প্রশ্ন-৩: পাইক্যা কী?
উত্তর :
পাইক্যা হলো একধরনের তিন চাকার রিকশা।

প্রশ্ন-৪: ‘পাইক্যা’ এর একচেটিয়া চালক কারা?
উত্তর :
পাইক্যা-এর একচেটিয়া চালক মংডুর স্থানীয় মুসলমানেরা।

প্রশ্ন-৫: বার্মায় কাদের খুব সম্মানের চোখে দেখা হয়?
উত্তর :
বার্মায় ফুঙ্গিদের খুব সম্মানের চোখে দেখা হয়।

error: Content is protected !!