ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয়। বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপাদন করে। তাই এরা পশমের জন্য জনপ্রিয় নয়। পৃথিবীর শীত প্রধান দেশগুলোতে ভেড়ার পশম মূল্যবান ও জনপ্রিয়। কিন্তু মোটা পশম কার্পেট তৈরির জন্য ব্যবহৃত হয়। ভেড়ার এত গুণাগুণ থাকা সত্ত্বেও চারণভূমি ও উদ্যোগের অভাবে ভেড়ার পালন জনপ্রিয় হয়ে উঠেনি।