বাংলাদেশে পারিবারিকভাবে ছাগল পালন খুবই লাভজনক। নিচে এর কারণগুলো দেওয়া হলো:
১) ছাগল দ্রুত প্রজননের উপযুক্ত হয়।
২) এরা একসাথে ২-৩টি বাচ্চা দেয়।
৩) কম সময়ে (৮ মাস) পুরুষ ছাগল বাজারজাত করা যায়।
৪) ছাগল পালনে কম জায়গা ও খাদ্যের প্রয়োজন হয়।
৫) বাড়ির মহিলা ও যুবকেরা সহজেই ছাগল পালন করতে পারে।