বাংলাদেশের সামাজিক পরিবর্তন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তর : সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে।
২. সামাজিক পরিবর্তন সম্পর্কে কিংসলে ডেভিসের সংজ্ঞাটি লেখ।
উত্তর : সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।”
৩. সামাজিক পরিবর্তন সংক্রান্ত ম্যাকাইভারের সংজ্ঞাটি লিখ।
উত্তর : ম্যাকাইভার বলেন, “মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন”।
৪. প্রযুক্তি কী?
উত্তর : প্রযুক্তি (Technology) হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক।
৫. শিল্পায়ন কী?
উত্তর : শিল্পায়ন হলো যান্ত্রিক শিল্প বিকাশের একটি প্রক্রিয়া।
৬. নগরায়ন কী?
উত্তর : ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই নগরায়ন।