- সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান কেন?
- সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল কেন?
- মা সুভাষিণীকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন কেন?
সাহিত্যপাঠে নগদ কোনো লাভ নেই বলে পেশারদাররা পেশা-বহির্ভূত কোনো বই কিনতে রাজি নন, এটিকে মহাভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন।
‘বই পড়া’ প্রবন্ধে প্রাবন্ধিক জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। মানবমনকে সমৃদ্ধ করতে সাহিত্যচর্চার ভূমিকা রয়েছে। বাস্তব অর্থে সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের জ্ঞানের প্রসার ঘটলেও সরাসরি ধনসম্পদ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখে না।
পেশাদাররা তাই সাহিত্যচর্চার চেয়ে পেশাসংক্রান্ত বই পড়তেই বেশি পছন্দ করেন, এটিই পেশাদারদের মহাভ্রান্তি।