- পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম
- মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
- ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি।’-সুভার এমন মনোভাবের কারণ কী?
পিতা-মাতার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল কেন?
সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় তার ভবিষ্যত পরিণতি চিন্তায় পিতা-মাতার মনে সে সর্বদা জাগরূক ছিল।
বাকপ্রতিবন্ধী হওয়ায় সুভা নিজেকে বিধাতার অভিশাপ বলে মনে করত। সুভার ভবিষ্যতের কথা ভেবে তার বাবা-মা শঙ্কিত থাকতেন। মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভার এই প্রতিবন্ধকতার কারণে সর্বদাই সে তার পিতা-মাতার মনে অস্বস্তি হিসেবে জাগরূক ছিল।