টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) প্রশ্ন উত্তর

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. টেকসই উন্নয়ন কাকে বলে?
উত্তর :
টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা।

২. অংশীদারিত্ব কী?
উত্তর :
কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশীজনদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য নিজ নিজ অবস্থান থেকে পালন করাই হলো অংশীদারিত্ব।

৩. অংশীজন কারা?
উত্তর :
উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন।

৪. জলবায়ু কার্যক্রম কী?
উত্তর :
জলবায়ু কার্যক্রম হলো ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’-এর ১৩তম লক্ষ্যমাত্রা।

৫. এসডিজি-এর বাংলা রূপ কী?
উত্তর :
এসডিজি-এর বাংলারূপ হলো টেকসই উন্নয়ন অভীষ্ট।

৬. টেকসই উন্নয়ন অভীষ্ট-এর লক্ষ্য কয়টি?
উত্তর :
টেকসই উন্নয়ন অভীষ্ট-এর সর্বশেষ লক্ষ্যমাত্রা হলো অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

৭. টেকসই উন্নয়ন অভীষ্ট-এর সর্বশেষ লক্ষ্যমাত্রা কী?
উত্তর :
টেকসই উন্নয়ন অভীষ্ট-এর সর্বশেষ লক্ষ্যমাত্রা হলো অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

৮. বর্তমানে পৃথিবীব্যাপী কোন ধরনের উন্নয়ন হচ্ছে?
উত্তর :
বর্তমানে পৃথিবীব্যাপী ভারসাম্যহীন উন্নয়ন হচ্ছে।

৯. এসডিজি অর্জনের ফলে কীসের অবসান ঘটবে?
উত্তর :
এসডিজি অর্জনের ফলে দারিদ্রের অবসান ঘটবে।

error: Content is protected !!