জোড় কলম ও চোখ কলমের মধ্যে পার্থক্য

জোড় কলম ও চোখ কলমের মধ্যে পার্থক্য দেয়া হলো:

জোড় কলমচোখ কলম
১. গাছের সংযোজনযোগ্য অংশসমূহকে একত্রে বেঁধে রেখে জোড়া বাঁধিয়ে একটি একক গাছ হিসেবে বৃদ্ধি পেতে দেওয়াকে জোড় কলম বলে। যেমন: সংযুক্ত জোড় কলম, বিযুক্ত জোড় কলম ইত্যাদি।১. আদি জোড় হিসেবে একটি গাছের শাখার ছালের মধ্যে বাকলসহ একটি কুঁড়ি উপজোড় হিসেবে সংযোজন করে যে কলম তৈরি করা হয়, তাকে চোখ কলম বলে। যেমন: তালি চোখ কলম।
২. জোড় কলম করার জন্য প্রায় একই ব্যাস বিশিষ্ট শাখার প্রয়োজন হয়।২. চোখ কলম করার জন্য সজীব চোখ এবং চারা ও চোখ বসানোর মতো সজীব কাণ্ড বা চারার প্রয়োজন।
৩. উপজোড় সংযোজনের মাধ্যমে একটি মাত্র উদ্ভিদই সৃষ্টি করা যায়।৩. উপজোড়ে তথা একটি উন্নত শাখার বহু চোখ থাকে, যার দ্বারা বহু নতুন গাছ সৃষ্টি করা যায়।
৪. জোড় কলমের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ, তথা ফুল-ফলের গাছ সৃষ্টি করা যায়।৪. চোখ বসিয়ে একই গাছে বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ফুল বা ফলের শাখা-প্রশাখার সৃষ্টি করা যায়।
৫. জোড় কলম করার জন্য দক্ষ-অভিজ্ঞ লোকের প্রয়োজন।৫. চোখ কলম করা তুলনামূলকভাবে সহজ। যে কোন লোক সহজেই এ কলম করতে পারে।
error: Content is protected !!