জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা প্রশ্ন উত্তর

জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. সমষ্টিগত সম্পদ কাকে বলে?
উত্তর :
সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলো সমষ্টিগত সম্পদ।

২. সম্পদ কাকে বলে?
উত্তর :
যে বস্তুর উপযোগ অপ্রাচুর্য, বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা রয়েছে তাকে সম্পদ বলে।

৩. নিসাব কী?
উত্তর :
যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত দিতে হয় তাকে ইসলামি পরিভাষায় নিসাব বলা হয়।

৪. উপযোগ কাকে বলে?
উত্তর :
কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।

৫. জাতীয় সম্পদের উৎস প্রধানত কয়টি?
উত্তর :
জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। যথা: প্রকৃতি প্রদত্ত ও মানব সৃষ্ট।

৬. শ্রম কী?
উত্তর :
উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে।

৭. অভাব কী?
উত্তর :
অর্থনীতির ভাষায়, কোনো বস্তুগত বা অবস্থাগত দ্রব্যের (সেবার) জন্য অনুভূত প্রয়োজনই অভাব।

৮. ভোগ কী?
উত্তর :
মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে ভোগ বলে।

৯. ব্যক্তিগত সম্পদ কী?
উত্তর :
ব্যক্তিগত মালিকানাধীন জায়গা-জমি, বাড়ি-ঘর, কলকারখানা, অর্থ, সম্পদ, গাড়ি, দ্রব্যসামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ।

১০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা কে গ্রহণ করে?
উত্তর :
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পুঁজিপতি মুনাফা গ্রহণ করে।

error: Content is protected !!