গবাদি পশুর রোগের প্রতিরোধ ব্যবস্থা নিচে দেয়া হলো:
- গবাদি পশুকে নিয়মিত টিকা ও ইনজেকশন দিলে বহু সংক্রমিত রোগ থেকে পশুকে রক্ষা করা সম্ভব হয়।
- গবাদি পশুকে নিয়মিত গোসল করালে বিশুদ্ধ পানি ও টাটকা খাদ্য খাওয়ালে পশু সাধারণত রোগমুক্ত রাখা সম্ভব হয়।
- পুষ্টিহীনতার জন্য গবাদি পশুর নানা প্রকার রোগ হয়ে থাকে। গবাদি পশুকে সুষম খাদ্য খাওয়ালে অপুষ্টিজনিত রোগের মাত্রা হ্রাস পায়।
- রোগে আক্রান্ত পশুকে তাৎক্ষণিকভাবে আলাদা করতে হবে যাতে সুস্থ পশুতে রোগ না ছড়ায়।
- গবাদি পশুর বাসস্থান জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি দিয়ে সপ্তাহে দু’দিন ধুয়ে দিলে পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে।
- কোথাও একসাথে অনেক পশু হঠাৎ মারা গেলে তাৎক্ষণিকভাবে প্রতিষেধক টিকা দেয়া দরকার।