খামারের স্থান নির্বাচনের সময় কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হয়?

পারিবারিক দুগ্ধ খামার স্থাপনের অন্যতম বিবেচ্য দিক হচ্ছে স্থান নির্বাচন। খামারের স্থান হতে হবে অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক ভূমিতে। খামার বসতবাড়ি থেকে দূরে রাখতে হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে। খামারে পানি ও পশু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। খামার করতে হবে এমন স্থানে যেখানে পণ্যের চাহিদা থাকে ও বাজার ব্যবস্থা অনুকূলে থাকে।

error: Content is protected !!