কলেরা রোগ দমন ও টিকাদান পদ্ধতির বর্ণনা

গামবোরো রোগের লক্ষণ : রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা মেনে চলতে হয়। রোগাক্রান্ত হাঁস-মুরগিকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। প্রতিষেধক টিকা এ রোগের হাত থেকে হাঁস-মুরগিকে রক্ষা করার উপায়। পশুসম্পদ অধিদপ্তর এ রোগের টিকা সরবরাহ করে থাকে।

টিকা ব্যবহার পদ্ধতি : ১০০ সি.সি. বোতলে এ টিকা পাওয়া যায়। প্রতিটি হাঁস-মুরগিকে ১ মিলি করে ইনজেকশন হিসেবে রানের মাংসে এ টিকা দিতে হয়। মুরগির বাচ্চাকে আড়াই মাস বয়সে এ টিকা দিলে ৫-৬ মাস আর রোগের ভয় থাকে না। হাঁসের বাচ্চাকে দেড় মাস বয়সে প্রথমবার এ টিকা দিতে হয়। ১৫ দিন পর দ্বিতীয়বার এবং এরপর প্রতি ৩-৪ মাস অন্তর এ টিকা দিতে হয়।

error: Content is protected !!