একুশের গান কবিতার প্রশ্ন উত্তর

একুশের গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘একুশের গান’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর:
আব্দুল গাফফার চৌধুরী।

২. আব্দুল গাফফার চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর:
১৯৩৪ সালে।

৩. আব্দুল গাফফার চৌধুরীর জন্মস্থান কোথায়?
উত্তর:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে।

৪. আব্দুল গাফফার চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর:
২০২২ সালে।

৫. ‘একুশের গান’ কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত?
উত্তর:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে।

৬. ‘একুশের গান’ কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর:
১৯৫৩ সালে ‘একুশের সংকলন’-এ প্রথম প্রকাশিত হয়।

৭. ‘একুশের গান’ কবিতাটির বর্তমান সুরকার কে?
উত্তর:
আলতাফ মাহমুদ।

৮. ‘একুশের গান’ কবিতাটির প্রথম সুরকার কে ছিলেন?
উত্তর:
আব্দুল লতিফ।

৯. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কত তারিখ ছিল?
উত্তর:
৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ।

১০. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোথায় মিছিলে গুলি চালানো হয়?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।

১১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে গুলি চালানোর প্রতিবাদে কী হয়েছিল?
উত্তর:
সারাদেশে শোকের ছায়া নেমে এসেছিল।

১২. ‘একুশের গান’ কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তর:
ভাষা আন্দোলনের চেতনা।

১৩. ‘একুশের গান’ কবিতায় কাদের আত্মত্যাগের কথা বলা হয়েছে?
উত্তর:
ভাষা শহীদদের।

১৪. ‘একুশের গান’ কবিতায় বাঙালির কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে?
উত্তর:
প্রতিবাদী চেতনা।

১৫. ‘একুশের গান’ কবিতায় ‘রক্তে রাঙানো’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ভাষা শহীদদের রক্ত।

১৬. ‘একুশের গান’ কবিতায় ‘ফাগুন’ বলতে কোন মাসকে বোঝানো হয়েছে?
উত্তর:
ফেব্রুয়ারি মাসকে।

১৭. ‘একুশের গান’ কবিতায় ‘শোকাতুর’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:
শোকাহত।

১৮. ‘একুশের গান’ কবিতায় ‘বিস্মৃত’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর:
ভুলে যাওয়া।

১৯. ‘একুশের গান’ কবিতায় ‘বাঙালির ইতিহাস’ কেমন?
উত্তর:
দুঃখ-সুখের মিশ্রণে গড়া।

২০. ‘একুশের গান’ কবিতাটি আমাদের কী শেখায়?
উত্তর:
দেশপ্রেম ও ভাষার প্রতি ভালোবাসা।

error: Content is protected !!