আমি তোমার কাছে কী দোষ করেছিলাম? উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

প্রিয় মানুষের কাছ থেকে বিদায়ের বেদনা বোঝাতে সুভার অব্যক্ত চাহনিতে উক্তিটি প্রকার পায়।
বাকপ্রতিবন্ধী সুভা নিজের মতো করে দুঃখ-বেদনা অনুভব করে। একদিন সে আপন পরিবেশ ছেড়ে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়। এসময় তার পছন্দের মানুষ প্রতাপ তাকে বিদায় জানাতে গেল সুভার চাহনিতে যেন তীব্র অভিমান প্রকাশ পায়। আলোচ্য উক্তিটিতে সুভার সেই অভিমানের ভাষাই প্রকাশ পেয়েছে।

error: Content is protected !!