আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ, যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গায় লাখ লাখ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত থাকে।

আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। এটি হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী অঙ্গীভূত থাকে। কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই আইসি দেখা যায়।
আরো পড়ুনঃ