- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ভাবসম্প্রসারণ
- যে একা সেই সামান্য। যাহার ঐক্য নাই, সেই তুচ্ছ।বা একতাই বল।ভাবসম্প্রসারণ
- ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।
মূলভাব: কেবল নিজের স্বার্থরক্ষাই মানবজীবনের লক্ষ্য নয়। পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সাধনের মাধ্যমেই গড়ে উঠেছে মানবসভ্যতা। কেবল স্বার্থমগ্ন না থেকে অন্যের সাহায্য করাই মানবজীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।
সম্প্রসারিত ভাব: মানুষ প্রাণিজগতের মধ্যে শ্রেষ্ঠ। তার এ শ্রেষ্ঠত্বের মূল কারণ সে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত নয়। অন্যান্য প্রাণীর মতো কেবল নিজের প্রাণ ও বংশধারা রক্ষা করাই মানুষের একমাত্র কাজ নয়। সমাজ-সভ্যতার অগ্রগতিতেও তাকে ভূমিকা পালন করতে হয়। সমাজজীবনই ব্যক্তিমানুষের জীবনকে নিরাপদ, সুগম ও উন্নয়নমুখী করার নিশ্চয়তা দেয়। তাই সমাজের প্রতিটি মানুষ যদি বৃহত্তর স্বার্থে নিজ নিজ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী মেধা ও শ্রম না দেয়, তবে সমাজের অগ্রগতি ব্যাহত হয় এবং তা শেষ পর্যন্ত ব্যক্তির জীবনেও সংকট বয়ে আনে। সমাজে কিছু মানুষ আছে, যারা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা ভুলে গিয়ে নিজ স্বার্থ উদ্ধারে মগ্ন থাকে। এরা সমাজ থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে যায়। এদের বেঁচে থাকা কখনোই প্রকৃত বেঁচে থাকা নয়।
মন্তব্য: পরের কল্যাণের নিমিত্তে আত্মত্যাগের আনন্দ জীবনকে স্নিগ্ধ করে। পরস্পরের মঙ্গলের চেষ্টাতেই সমাজের কল্যাণ হয়, মানুষের জীবন হয় সার্থক।