- ‘মা আর প্রতিবাদ করিল না’ – বলতে কী বোঝানো হয়েছে?
- মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
- বাগদি-দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না – ব্যাখ্যা করো
রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল কেন?
মৃত্যুপথযাত্রী স্ত্রী অভাগী রসিকের পায়ের ধুলো চাওয়ায় ও স্বামীর প্রতি ভক্তি দেখে বিস্ময়ে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল।
অভাগী রসিকের প্রথম পক্ষের স্ত্রী। রসিক তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে ঘরসংসার করছে। মৃত্যুশয্যায় শায়িত অভাগী স্বামীর পদধূলি মাথায় নিয়ে স্বর্গে যেতে চায়। রসিক জীবনে কোনোদিন স্ত্রী অভাগীকে ভালোবাসা দেয়নি, অশন-বসন দেয়নি, কোনো খোঁজখবর রাখেনি। তদুপরি অভাগীর স্বামীর প্রতি এমন ভক্তি-শ্রদ্ধা দেখি রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল।