- জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ভাবসম্প্রসারণ
- শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, ভাবসম্প্রসারণ
- সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ করিতে পারি না কাজ সদা ভয়, সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।
মূলভাব: মানুষের সমালোচনা দুর্বলচিত্ত ব্যক্তিদের ইতিবাচক কাজ থেকে বিমুখ করে রাখে। কিন্তু মনের এ জড়তা দূর করতে না পারলে সাফল্য অর্জন করা সম্ভব হয় না।
সম্প্রসারিত ভাব: মানবজীবন কর্মমুখর। কাজের মাধ্যমেই মানুষের জীবনে সফলতা আসে। কাজ করতে গেলে ভুল হতেই পারে। কিন্তু সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সবাই কর্মঠ হয় না। এমন কিছু মানুষ আছে, যারা সবসময় অন্যের সমালোচনায় মুখর থাকে, অন্যের কাজের খুঁত ধরে। কাজ করতে গেলে কেউ কেউ এদের কথা ভেবে দ্বিধাগ্রস্ত হয়। কে কী বলবে, কে কী সমালোচনা করবে এসব ভেবে তারা বসে থাকে। ফলে কাজ এগোয় না। তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধাগ্রস্ত হলে চলবে না। জীবনে সফল হতে হলে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করে কাজে অগ্রসর হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি ও সংকোচকে পাশ কাটিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে।
মন্তব্য: মহৎ কাজের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হলে চলবে না। মানুষের সমালোচনার ভয়কে উপেক্ষা করে আপন লক্ষ্যে স্থির থাকতে হবে।