জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
মূলভাব: প্রকৃতিতে যত জীব রয়েছে সবই ঈশ্বরের সৃষ্টি। তাই সৃষ্টির প্রতি সম্মান দেখানোর অর্থ ঈশ্বরের প্রতি সম্মান দেখানো।

সম্প্রসারিত ভাব: বিধাতা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর উপাসনা করার জন্য এবং জীবের উপর দয়া দেখানোর জন্য। তাই জীবসেবার মাধ্যমে স্রষ্টার উপাসনা করা মানুষের একান্ত কর্তব্য। ঈশ্বর কেবল মসজিদ, গির্জা বা দেবালয়ে থাকেন- এমন কথা মনে করা ভুল। স্রষ্টা হিসেবে ঈশ্বর তাঁর সমস্ত সৃষ্টিকর্মের মধ্যেই বিদ্যমান। যারা কেবল আনুষ্ঠানিক ধর্মকর্ম করে ঈশ্বরকে পেতে চায়, তারা ভুল করে। মানুষের মনে কষ্ট দিয়ে পশুপাখির সাথে নির্দয় আচরণ করে ধর্মীয় রীতিনীতি মেনে চললেও ঈশ্বর তুষ্ট হবেন না। ঈশ্বরের সমস্ত সৃষ্টিকর্মকে ভালোবেসেই তাঁকে পাওয়া যায়। ঈশ্বর সেবার অর্থ মানুষের সেবা, ঈশ্বরের সৃষ্টি সব প্রাণীর সেবা। জীবের প্রতি মমতা দেখানো মানে স্রষ্টার প্রতিই সম্মান দেখানো- তাঁর উপাসনা করা।

মন্তব্য: কেবল নিয়মতান্ত্রিক উপাসনা করলেই চলবে না বরং জীবের সেবার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভের চেষ্টা করতে হবে।

error: Content is protected !!