আমাদের দৈনন্দিন জীবনে আলোর প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখি না। আবার পুরোপুরি অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছু দেখতে পাই না। আলো হচ্ছে সেই নিমিত্ত, যার সাহায্যে আমরা দেখতে পাই। তোমরা আগের শ্রেণিগুলোতে আলোর বিভিন্ন ধর্মের সাথে পরিচিত হয়েছ। এই অধ্যায়ে আয়না বা দর্পণের ব্যবহার ছাড়াও আলোর প্রতিসরণ সম্পর্কে আরও কিছু জানবে। এছাড়া চোখের ক্রিয়া, স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখ ভালো রাখার উপায় জানতে পারবে।
এই অধ্যায় শেষে আমরা-
- দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারব;
- আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারব;
- দৃষ্টি কার্যক্রমে চোখের ক্রিয়া ব্যাখ্যা করতে পারব;
- স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দু ব্যাখ্যা করতে পারব;
- লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করতে পারব;
- চোখের ত্রুটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব;
- লেন্স ব্যবহার করে চোখের ত্রুটি সংশোধনের উপায় বর্ণনা করতে পারব।
- চোখ ভালো রাখার উপায় ব্যাখ্যা করতে পারব;
- চোখের ত্রুটি সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারব;
- চোখের প্রতি যত্ন নেব এবং অন্যদের সচেতন করব।
- উন্নততর জীবনধারা, অধ্যায়-১
- জীবনের জন্য পানি, অধ্যায়-২
- হৃদযন্ত্রের যতকথা এবং অন্যান্য, অধ্যায়-৩
- নবজীবনের সূচনা, অধ্যায়-৪
- দেখতে হলে আলো চাই, অধ্যায়-৫
- পলিমার, অধ্যায়-৬
- অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, অধ্যায়-৭
- আমাদের সম্পদ, অধ্যায়-৮
- দুর্যোগের সাথে বসবাস, অধ্যায়-৯
- এসো বলকে জানি, অধ্যায়-১০
- প্রাত্যহিক জীবনে তড়িৎ, অধ্যায় -১১