চিঠি বিলি কবিতা ও প্রশ্ন উত্তর

চিঠি বিলি
রোকনুজ্জামান খান

ছাতা মাথায় ব্যাঙ চলেছে
চিঠি বিলি করতে,
টাপুস টুপুস ঝরছে দেয়া
ছুটছে খেয়া ধরতে।
খেয়ানায়ের মাঝি হলো
চিংড়ি মাছের বাচ্চা,
দু চোখ বুজে হাল ধরে সে
জবর মাঝি সাচ্চা।
তার চিঠিও এসেছে আজ
লিখছে বিলের খলসে,
সাঁঝের বেলার রোদে নাকি
চোখ গেছে তার ঝলসে।
নদীর ওপার গিয়ে ব্যাঙা
শুধায় সবায়: ভাইরে,
ভেটকি মাছের নাতনি নাকি
গেছে দেশের বাইরে?
তার যে চিঠি এসেছে আজ
লিখছে বিলের কাতলা;
এবার সারা দেশটি জুড়ে
নামবে দারুণ বাদলা।
তাই তো নিলাম হাতা কিনে
আসুক এবার বর্ষা,
চিংড়ি মাঝির খেয়া না আর
ছাতাই আমার ভরসা।

চিঠি বিলি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

*

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। সামির এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকায় গৃহস্থ বাড়ি থেকে গোরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো-মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এ ধরণের খবর পরিবেশন করার মধ্য দিয়ে সামির এক অন্যরকম আনন্দ পায়।

ক) সাঁঝের বেলায় কার চোখ ঝলসে গেছে?
খ) ‘জবর মাঝি সাচ্চা’- কে? বুঝিয়ে লেখো।
গ) উদ্দীপকের সামির চরিত্রের সঙ্গে ‘চিঠি বিলি’ ছড়ার কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো।
ঘ) ‘নির্ধারিত কাজের বাইরেও ছোটো ছোটো কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে’- উদ্দীপক ও ‘চিঠি বিলি’ ছড়া অবলম্বনে এ উক্তির যৌক্তিকতা নির্ণয় করো।

error: Content is protected !!