অসহ পীড়ন কাকে বলে?
কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে।অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল
কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহভারকে অসহ পীড়ন (Breaking Stress) বলে।অসহ পীড়ন = অসহ বল ÷ ক্ষেত্রফল
স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুতে বা তারে অনেকক্ষণ যাবৎ পীড়ন প্রয়োগ করলে কিংবা পীড়নের হ্রাস-বৃদ্ধি করলে বস্তু স্থিতিস্থাপক ধর্মের অবনতি ঘটে। তখন অসহভার অপেক্ষা কম ভারেই ঐ বস্তু ছিড়ে বা ভেঙ্গে যাবে, বস্তু বা তারের এ অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে।
পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। আর এ অণুসমূহ খুব অল্প জায়গা জুড়ে অবস্থান করে। ফলে দুটি অণুর মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণ ফাঁকা স্থান রয়েছে। এ ফাঁকা স্থানকে আন্তঃআণবিক স্থান (Intermolecular Space) বলে। আবার পদার্থের অণুসমূহের মধ্যে একটি আকর্ষণ বল আছে বলেই অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক স্থান থাকা সত্ত্বেও এরা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে না। এ … Read more
যে সব বস্তুর উপর বাইরে থেকে যেকোন পরিমাণ বল প্রয়োগের ফলেও এদের আকার বা আকৃতির কোন পরির্তন ঘটে না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলে। বস্তুর পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না। কাচ, ইস্পাত ইত্যাদিকে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা যায়।
আমরা জানি, বস্তুর উপর বল প্রয়োগ করলে এর আকার এবং আকৃতির পরিবর্তন হয়। বল সরিয়ে নিলে বস্তুটি স্থিতিস্থাপক ধর্মের জন্য পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রযুক্ত বলের মান যত বেশি হয়, বস্তু আকার বা আকৃতির পরিবর্তনও তত বেশি হয়। প্রযুক্ত বল ধীরে ধীরে বাড়তে থাকলে এমন এক অবস্থা আসে যখন বস্তুটি আর স্থিতিস্থাপক বস্তুর মতো … Read more
স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটি বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। প্রযুক্ত বল এ সীমা অতিক্রম করলে বস্তু ক্রমশ স্থিতিস্থাপক থাকবে না। অর্থাৎ বল অপসারণ করলেও কিছু বিকৃতি থেকে যাবে। প্রযু্ক্ত বল ক্রমশ বাড়াতে থাকলে এমন অবস্থা আসে, যখন বস্তুটি ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে বা ভেঙ্গে যাবে। সর্বাপেক্ষা কম যে ভারের বা ওজনের ক্রিয়ার ফলে কোন … Read more
প্রযুক্ত বল অপসারণ করলে যদি বিকৃত বস্তু সম্পূর্ণভাবে তাদের পূর্বাবস্থায় ফিরে আসে, তবে সে বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।বাস্তবে কোন বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়।
যে সব বস্তুতে প্রযুক্ত বল অপসারণ করলে এরা বিকৃত অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসে না তাদের নমনীয় বস্তু (Plastic Body) বলে। বস্তুর এ ধর্মকে নমনীয়তা বলে।বাস্তবে সম্পূর্ণ নমনীয় বস্তু পাওয়া যায় না। আটার দলা, মাটির দলা ইত্যাদিকে নমনীয় বা প্লাস্টিক বস্তু হিসেবে ধরা হয়।