শিশিরাংক কি?

যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রা হলো শিশিরাঙ্ক।

বৃত্তাকার পথে কোনো কণার সমবেগে আবর্তন করা সম্ভব নয় কেন?

কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে তখন ঐ বস্তুর গতির সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমদ্রুতিতে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। বৃত্তাকার পথের বিভিন্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক থেকে এর দিক পাওয়া যায়। বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিক সর্বদা পরিবর্তিত হচ্ছে। … Read more

ঘর্ষণ বল একটি অসংরক্ষিত বল

যে বলের বিরুদ্ধে করা কাজের পুনরুদ্ধার সম্ভব নয় তাকে অসংরক্ষণশীল বল বলে। কোনো বস্তুকে একটি মসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। অমসৃণ তলটি অনুভূমিক হলে এই কৃতকাজ বস্তুটির মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয় না এবং বস্তুটিও কোনো কাজ করার সামর্থ্য লাভ করে না। বস্তুটিকে তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে … Read more

ছোট পোকামাকড় পানির উপর দিয়ে চলাচল করতে পারে কেন?

আমরা জানি, তরলের পৃষ্ঠটানের কারণে তরলের মুক্ততল টানা স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে। এজন্য হাল্কা পাতলা পোকামাকড় স্বচ্ছন্দে পানির উপর দিয়ে চলাচল করতে পারে। মনে হয় পানির উপর যেন একটি পাতলা পর্দা রয়েছে এবং এই পর্দার উপর দিয়ে পোকামাকড় চলাফেরা করছে। ভালো করে লক্ষ করলে দেখা যায় যে যেখানে পোকামাকড়ের পা বা দেহ পড়ছে সেখানে … Read more

সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন?

সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয়। সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমকৌণিক বেগে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। ফলে বেগও অসম হয়।

সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।

প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সর্বনিম্ন কিন্তু শূন্য নয়। কারণ প্রাসটির যখন উলম্ব বরাবর গতিবেগ শূন্য হয় ঠিক তখনও আদি বেগের অনুভূমিক উপাংশের জন্য এর মধ্যে নিম্নমুখী একটি বেগ ক্রিয়া করে এবং প্রাসের বেগ নিম্নমুখী হয়ে যায়। ফলে গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন।

এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন?

কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হতে থাকে এবং একসময় আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে পরমশ কম্পন বলে। ব্রীজের উপর দিয়ে সৈন্যদের মার্চ করে যেতে দিলে তাদের দ্বারা সৃষ্ট কম্পন এক সময় ব্রীজের কম্পনের সমান হয়। ফলে ব্রীজটি সর্বোচ্চ … Read more

প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমাত্রিক হতে পারে

প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমা্ত্রিক হতে পারে। প্রাসের ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ থাকে। তবে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না শুধু মাত্র অনুভূমিক উপাংশ থাকে। সেক্ষেত্রে প্রাস একমাত্রিক হয়।

error: Content is protected !!