- জ্ঞানহীন মানুষ পশুর সমান, ভাবসম্প্রসারণ
- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ভাবসম্প্রসারণ
- তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি সহজেই পশুপাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা।
মূলভাব: বিশ্রাম ও কাজ একে অন্যের পরিপূরক। কাজই মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়। তবে বিশ্রামহীন কাজ উন্নতির চেয়ে চরম অবনতির দিকে ধাবিত করে।
সম্প্রসারিত ভাব: জীবনে চলতে গেলে, বেঁচে থাকতে হলে, জীবনে উন্নতি করতে চাইলে কাজ করতে হয়। কিন্তু মানুষ কোনো যন্ত্র নয়। মানুষের কাজের জন্য বিশ্রামের প্রয়োজন। নির্দিষ্ট বিরতির পর কাজ করলে কাজে আসে নতুন উদ্যম। বিশ্রাম ও কাজ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। সেজন্যই কাজ করার সময় মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম নিতে হয়। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর কাজ করার একটি সর্বোচ্চ সময়সীমা থাকে। সেসময় অতিক্রান্ত হয়ে গেলে, কাজ করলে কোনো লাভ তো হয়ই না বরং তা স্বাস্থ্যেরও চরম অবনতি ঘটায়। অতিরিক্ত কাজের চাপে অনেক সময় বিশ্রামকে অবহেলা করা হয়। মনে করা হয়, বিশ্রাম নিলে হয়তো সময় নষ্ট হবে, যা কাজের জন্য ক্ষতিকর। কিন্তু এ ধারণা একেবারেই ঠিক নয়। বিশ্রাম নেওয়া মানে কাজের ক্ষতি বা সময়ের অপচয় নয় বরং কাজের গতি ও পরবর্তী কাজ করার জন্য সুস্থ শরীর ও মন তৈরি করা। কোনো কাজ সাফল্যের সঙ্গে করতে হলে ও আমাদের শরীর সুস্থ রাখতে হলে বিশ্রামের একান্ত প্রয়োজন। মূলত কাজের অংশ হিসেবেই বিশ্রামকে গণ্য করা হয়।
মন্তব্য: বিশ্রামহীন কাজ কখনো খারাপ ছাড়া ভালো ফল আনতে পারে না। কোনো কাজে সাফল্য ও দেহ-মন সুস্থ-স্বাভাবিক রাখতে বিশ্রামের প্রয়োজন অবশ্যম্ভাবী।