- দারোয়ান রসিক দুলেকে চড় মেরেছিল কেন?
- ‘মা আর প্রতিবাদ করিল না’ – বলতে কী বোঝানো হয়েছে?
- মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
বাগদি-দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না – ব্যাখ্যা করো
ওষুধ খাবে না বলে অভাগী প্রশ্নোক্ত কথাটি বলেছে।
কাঙালীর মা অভাগী। একমাত্র ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে। একদিন সে অসুস্থ হলে কাঙালী পাশের গ্রামের কবিরাজের কাছে কান্নাকাটি করে ডাকলেও তিনি আসেন না। পরে কাঙালী তাদের ঘটি বন্ধক রেখে প্রণামি দেয়। বিনিময়ে কবিরাজ তাকে চারটি বড়ি দেয়। দুঃখে-অভিমানে অভাগী ওষুধ মাথায় ঠেকিয়ে উনানে ফেলে দেয় এবং প্রশ্নোক্ত উক্তিটি করে।