অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে অতি ছোটো থেকো না, ছাগলে মুড়াবে, ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে অতি ছোটো থেকো না, ছাগলে মুড়াবে।
মূলভাব: পরিমিতিবোধ জীবনে একান্ত প্রয়োজন। বেশি বাড়াবাড়ি যেমন ব্যক্তির ও সমাজের জন্য ক্ষতিকর, তেমনি নিজের যোগ্যতা থেকে ছোটো হয়ে থাকাও ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর।

সম্প্রসারিত ভাব: সবকিছুর একটা সীমা থাকে। সীমার মাঝেই মানুষকে তার নিজের কর্মপন্থা, স্বভাব-চরিত্র নিয়ন্ত্রণে রাখতে হয়। বস্তুত, সৃষ্টির নিয়মের ভিতরেই সীমার ব্যাপারটি নিহিত। একটি গাছ যদি শুধু উপরের দিকে উঠতে থাকে, তাহলে ঝড়ে কবলিত হয়ে সে গাছটি একসময় পড়ে যায়। আবার কোনো গাছ যদি নিজের স্বরূপ থেকে মাত্রাতিরিক্ত ছোটো হয় তাহলে তৃণভোজী প্রাণী গাছটি খেয়ে ফেলে। মানবজীবনেও এ নিয়ম প্রযোজ্য। যার যেমন ক্ষমতা, যোগ্যতা ও গুণাবলি, তার তেমনই হওয়া উচিত। ক্ষমতার বাইরে, যোগ্যতার বাইরে, গুণাবলির বাইরে গেলেই তার সমূহ বিপদ, এমনকি অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। আবার যোগ্যতার নিচে, ক্ষমতার পরিমাপের নিচে, গুণাবলির নিষ্ক্রিয়তায় অবস্থানকারী মানুষের মূল্যায়ন হয় না। সমাজের নানা রকম বাধাবিঘ্ন, অসুবিধা, বিপদাপদ এসে গ্রাস করতে চায় তাকে। মানুষকে তার নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে হবে। সে ধারণার ব্যাবহারিক প্রক্রিয়াতেই তার কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। বিরাটত্বের অহংকার, আর ক্ষুদ্রত্বের হীনম্মন্যতা থেকে বেরিয়ে নিজের অবস্থান অনুযায়ী নিজেকে উপস্থাপিত করতে পারলেই মানবজীবন সার্থক হয়ে উঠবে।

মন্তব্য: তাই বলা যায়, সমাজের মধ্যে অতি বাড়াবাড়ি ও ঔদ্ধত্য যেমন কাম্য নয় তেমনি অতি দীনতাও অনাকাঙ্ক্ষিত। পরিমিতিবোধই জীবনের সুষ্ঠু অগ্রগতির সহায়ক।

error: Content is protected !!