- কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? ভাবসম্প্রসারণ
- অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, ভাবসম্প্রসারণ
- পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন-মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও, ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ
আপনারে বড়ো বলে বড়ো সেই নয়
লোকে যারে বড়ো বলে বড়ো সেই হয়।
মূলভাব: নিজেকে বড়ো মনে করার মধ্যে কোনো গৌরব নেই। প্রকৃত গুণী ও জ্ঞানী ব্যক্তি নির্লজ্জ আত্মপ্রচারে লিপ্ত হন না। গুণহীন ব্যক্তিরাই নিজেকে বড়ো করে তোলার জন্য অপপ্রচার চালান এবং নিজের অসাড়ত্ব প্রকাশ করেন।
সম্প্রসারিত ভাব: বড়ো হওয়ার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। তাই অনেক মানুষই নিজেকে অন্যের কাছে বড়ো বলে তুলে ধরতে চায়। কিন্তু এতে সে বড়ো না হয়ে ছোটোই থেকে যায়। এখানে বড়ো বলতে মূলত স্মরণীয়-বরণীয় হওয়ার ইচ্ছাকেই বোঝানো হয়েছে। কিন্তু স্মরণীয়-বরণীয় হওয়ার প্রথম শর্তই হলো মানুষকে ভালোবাসা এবং মানুষের ভালোবাসা পাওয়া। কিন্তু সবার ভালোবাসা পেতে হলে সবার সামনে নিজেকে নম্র ও চরিত্রবান হিসেবে উপস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। সুশিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে নিজেকে শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিণত করা সম্ভব। কিন্তু সুশিক্ষার অভাবে জ্ঞানহীন ব্যক্তির আচরণে দম্ভ প্রকাশ পায়। আত্মপ্রচারে লিপ্ত থাকা এবং বাগাড়ম্বর প্রদর্শন করাই তার বৈশিষ্ট্য হয়ে ওঠে। সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে সে পরিচালিত হয় অসত্যের পথে। মিথ্যার আবরণে সে আত্মপ্রচার করে। তবে তার এ দুর্বলতা ঢাকার প্রয়াস শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার ফলে সে হয় নিন্দিত। এর বিপরীতক্রমে যদি আমরা প্রকৃত গুণী ব্যক্তির আচরণ লক্ষ করি তবে এর বিপরীত রূপ দেখতে পাব। তিনি নিজেকে কখনো বড়ো বলে প্রকাশ করেন না। তবু তাঁর হিরণ্ময় আভায় চারদিক আলোকিত হয়। অল্পমূল্যে নকল হীরাকে সহজেই পাওয়া যায়, কিন্তু মানুষের কাছে তার গুরুত্ব নেই। অথচ আসল হীরা খুব সুলভ নয় বরং দুষ্প্রাপ্য; কিন্তু এর গুণে সহজেই মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। আসল হীরার মূল্যায়নের জন্য প্রচারের প্রয়োজন পড়ে না। পৃথিবীর মহান ব্যক্তিদের জীবনীও এ সত্যেরই প্রকাশক। হজরত মুহম্মদ (স.), গৌতম বুদ্ধ, যিশুখ্রিষ্ট প্রমুখ ব্যক্তির জীবন বিশ্লেষণে দেখা যায়, তাঁরা আত্মপ্রচার করেননি, নিজেদের বড়োত্বকে জাহির করেননি; বরং লোকের মুখেই তাঁদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে।
মন্তব্য: গুণী ব্যক্তিরা তাঁদের প্রাপ্য সম্মান পেয়ে থাকেন। এজন্য আত্মপ্রচারের প্রয়োজন পড়ে না। কিন্তু গুণহীন ব্যক্তি নিজেকে বড়ো বলে জাহির করলেও তা কারো নিকট গ্রহণযোগ্য হয় না।