আমি ও আমার বিদ্যালয়
শুনি ও বলি
খুশি আপা : কেমন আছ সবাই?
সবাই : ভালো আছি।
খুশি আপা : বিদ্যালয় কেমন লাগছে তোমাদের?
রাফি ও তুলি : খুব ভালো লাগছে, আপা।
খুশি আপা : কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমাদের নাম কী?
তপু : আমার নাম তপু।
খুশি আপা : তোমাদের নাম বলো।
তুলি : আপা, আমার নাম তুলি।
খুশি আপা : এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো।
