আমাদের লোকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত কী?
উত্তর : খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত কুটিরশিল্প।
২। শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে?
উত্তর : শিল্পগুণ বিচারে আমাদের কুটির শিল্প লোকশিল্পের মধ্যে পড়ে।
৩। ঢাকাই মসলিন কোন এলাকার তাঁতিদের অমূল্য সৃষ্টি?
উত্তর : ঢাকাই মসলিন ডেমরা এলাকার তাঁতিদের অমূল্য সৃষ্টি।
৪। ঢাকার মসিলিন একসময় কাদের বিলাসের বস্তু ছিল?
উত্তর : ঢাকার মসলিন একসময় তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।
৫। মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বাস করছে?
উত্তর : মসলিনের কারিগারদের বংশধরেরা আজও ঢাকার অদূরে ডেমরায় বাস করছে।