- ‘মা আর প্রতিবাদ করিল না’ – বলতে কী বোঝানো হয়েছে?
- মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
- নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে কী বোঝানো হয়েছে?
অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে তার দুঃখ, যন্ত্রণায় জর্জরিত জীবনের পরিসমাপ্তির ঘটনাপ্রবাহকে বোঝানো হয়েছে।
প্রায় ত্রিশ বছর পার করে আসা অভাগীর জীবনজুড়ে ছিল ভাগ্যের নির্মম খেলা। তার মা ছিল না, বাবা থেকেও নেই আর স্বামী অন্যত্র বিয়ে করে তাকে ছেলে চলে যায়। অর্থাৎ তার জীবন ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। সে যখন মৃত্যুপথযাত্রী তখনও তার কপালে চিকিৎসা জোটে না, জোটে না তার আকাঙ্ক্ষিত সৎকার, যেটিকে লেখক অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলেছেন।