- অভাগীর স্বর্গ গল্পের ক্যাঙালার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে – উক্তিটি ব্যাখ্যা করো।
- নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
- মা মরেচে ত যা নিচে নেবে দাঁড়া – অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
অভাগীর পতিভক্তির পরিচয় পেয়ে রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল।
একসময় রসিক দুলে তার স্ত্রী অভাগী ও পুত্র কাঙালীকে ফেলে চলে যায়। পরবর্তীকালে সে আর তাদের খোঁজ নেয় না। স্ত্রীর প্রাপ্য ভালোবাসা বা তার প্রতি দায়িত্ব পালন কিছুই সে করেনি। তবুও মৃত্যুশয্যায় থাকা অবস্থায় অভাগী রসিক দুলেকে খবর পাঠিয়ে বাড়ি আসতে বলে এবং তার অবশ বাহুখানা বাড়িয়ে দেয় স্বামীর পায়ের ধুলোর জন্য।
তাই রসিক দুলে শত উপেক্ষা আর বঞ্চনা সত্ত্বেও নিজের প্রতি স্ত্রী অভাগীর ভক্তির পরিচয় পেয়ে আবেগে কেঁদে ফেলল।