গড় বেগ কাকে বলে?

গড় বেগ কাকে বলে? গড় বেগ (Average Speed) হল মোট দূরত্ব (Distance) এবং মোট সময় (Time) এর অনুপাত। অর্থাৎ, একটি বস্তু যে সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেই সময়ের উপর ভিত্তি করে গড় বেগ নির্ধারিত হয়।

গড় বেগ=মোট দূরত্ব ÷ মোট সময়

ধরুন, যদি একটি গাড়ি ১০০ কিলোমিটার পথ ২ ঘণ্টায় অতিক্রম করে,
তাহলে তার গড় বেগ হবে:
গড় বেগ=১০০ কিলোমিটার ÷ ২ ঘণ্টা
=৫০ কিলোমিটার/ঘণ্টা

গড় বেগ আমাদের জানাতে সাহায্য করে যে একটি বস্তু কোন নির্দিষ্ট সময়ে মোট কতটা পথ অতিক্রম করেছে। এটি দৈনন্দিন জীবনে এবং বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

বলা যায়, যেকোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে।

error: Content is protected !!