চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায় কেন?

চলন্ত মোটর গাড়ির টায়ারের মধ্যে বায়ুর চাপ বাড়ে। কারণ চলন্ত গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তাপ বৃদ্ধি পাওয়ার দরুন চাপও বৃদ্ধি পায়, ফলে বায়ুস্থ অণুসমূহের ছুটাছুটি বৃদ্ধি পায়। তাই টায়ারের দেয়ালের উপর চাপও বৃদ্ধি পায়।

সুতরাং বলা যায় যে, চলন্ত মোটর টায়ারের মধ্যে বায়ুর চাপ বৃদ্ধি পায়।

error: Content is protected !!