রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাস কষ্ট দেখা দেয় কেন?

রাতের বেলা উদ্ভিদে সালোকসংশ্লেষণ বন্ধ থাকে। ফলে উদ্ভি দেহ থেকে অক্সিজেন নির্গত হয় না। এর ফলে রাতে শুধুমাত্র শ্বসন ক্রিয়া চলার ফলে উদ্ভিদ তার চারিদিক থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনডাই-অক্সাইড নির্গত করে। এতে বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয়।

error: Content is protected !!