তাওহিদ কাকে বলে?

তাওহিদ কাকে বলে?
মহান আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাই হলো তাওহিদ। তাওহিদ বলতে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করাকে বোঝায়। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাই হলো তাওহিদ। অর্থাৎ আল্লাহ তায়ালা এক, তাঁর কোনো শরিক নেই, তিনি স্বয়ংসম্পূর্ণ। তাওহিদে বিশ্বাস স্থাপনকারীরা মনে প্রাণে মানেন যে, অনাদি, অনন্ত আল্লাহই আমাদের রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তাঁর সমকক্ষ বা সমতুল্য কিছুই নেই। তিনিই একমাত্র মাবুদ। সব প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই প্রাপ্য।

error: Content is protected !!