তাকদিরের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়?

তাকদিরের প্রতি বিশ্বাস বলতে আল্লাহ তায়ালাকে তকদির অর্থাৎ ভাগ্যের নিয়ন্ত্রণকারী হিসেবে বিশ্বাস করাকে বোঝায়। তকদির অর্থ ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা সবকিছুর তকদির বা ভাগ্যের নিয়ন্ত্রক। ভালো-মন্দ যাই ঘটুক, সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এ বিষয়ে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এ বিষয়ে বিশ্বাস করাকেই ইসলামি শরিয়তে তকদিরের প্রতি বিশ্বাস বলা হয়।

error: Content is protected !!