প্রয়োজনের তুলনায় কোনো কিছু অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খাকে লোভ বলে। লোভ হল মানব মনের একটি গভীর অন্ধকার, যা বস্তুগত লাভের প্রতি এক অসীম আকাঙ্ক্ষা হিসেবে প্রকাশ পায়। এটি খাদ্য, অর্থ, জমি, ক্ষমতা, বা সামাজিক মর্যাদা যেকোন কিছুই হতে পারে। লোভী মানুষ কখনোই সন্তুষ্ট হয় না, তারা সবসময় আরো বেশি চায়। এই অসন্তুষ্টিই তাদেরকে অনেক সময় ভুল পথে চালিত করে।
লোভ মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং অন্যায়ের বীজ বপে। লোভী মানুষ অন্যের সম্পদকে হরণ করতে, অন্যায় করতে এবং এমনকি হত্যা করতেও পিছপা হয় না। লোভের কারণে মানুষ পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্ক নষ্ট করে ফেলে। লোভই হল সকল পাপের মূল।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লোভকে এক মারাত্মক রোগ হিসেবে দেখা হয়। সকল ধর্মেই লোভকে নিষিদ্ধ করা হয়েছে। লোভ মানুষকে আল্লাহ বা ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। লোভী মানুষ কখনোই আধ্যাত্মিক উন্নতি করতে পারে না। তাই, আমাদের সকলকেই লোভ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে।