রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম কেন?

কোনো রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর জীবদেহে রোগের লক্ষণ প্রকাশ পায়। রোগের লক্ষণ প্রকাশের পর তা থেকে পরিত্রাণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রতিকার ব্যবস্থা। এ সময় ডাক্তারের শরণাপন্ন হতে হয়, চিকিৎসাকেন্দ্রে যেতে হয়, পাশাপাশি ঔষধ সেবন ও ডাক্তারের বিভিন্ন পরামর্শ পালন করতে হয়। অন্যদিকে যে কোনো রোগের হাত থেকে নিজেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করলে রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না; ফলে রোগ পরবর্তী জটিলতা থেকে রেহাই পাওয়া যায়। সুতরাং বলা যায় রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

error: Content is protected !!