লিগামেন্ট কি? লিগামেন্টের গুরুত্ব এবং লিগামেন্ট তন্তুর গঠন

লিগামেন্টযে বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাই লিগামেন্ট।

লিগামেন্টের গুরুত্ব

কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক লিগামেন্টের গুরুত্ব অনেক। কেননা লিগামেন্ট দরজার কবজার মতো অস্থিকে আটকে রাখে। এতে অঙ্গটি সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে। আবার লিগামেন্টের সাথে আটকে থাকার ফলে হাড়গুলি স্থানচ্যুত ও বিচ্যুত হয় না।

লিগামেন্ট তন্তুগুলো যেভাবে গঠিত

লিগামেন্ট তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে। এদের স্থিতিস্তাপকতা আছে। তন্তুগুলো ইলাস্টিন নামক আমিষ দ্বারা তৈরি। তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট কোষ থাকে।

error: Content is protected !!