ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়?

ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনাকে অভিকর্ষ উপলব্ধি বলা হয় কারণ অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষজ চলন দেখা যায় অর্থাৎ তা অভিকর্ষের টানে মাটির নিচে বাড়তে থাকে। তাই ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনা বা মাটির নিচের চলনকে অভিকর্ষ উপলব্ধি বলে।

error: Content is protected !!